জুতোর মধ্যে গর্ত করে তার মধ্যে রাখা হয়েছিল রং বোমা । সংসদ হামলার অন্যতম অভিযুক্ত সাগরকে জেরা করে এই তথ্য হাতে পেতেই এবার জুতোর মুচির খোঁজ শুরু করল পুলিশ । সোমবারই লখনউ পৌঁছে গিয়েছে দিল্লি পুলিশের বিশেষ শাখা । জুতো কে তৈরি করেছেন, তাঁর সন্ধানে তল্লাশি শুরু হয়েছে । তবে, এদিন লখনউয়ের পাশাপাশি বাংলা-সহ মোট ছ’টি রাজ্যে হানা দিয়েছে দিল্লি পুলিশের তদন্তকারী দল ।
সাগর, মনোরঞ্জনকে জেরা করে দিল্লি পুলিশ জানতে পেরেছে, জুতোর নীচের দিকে সোলে গর্ত করে সেখানে বিশেষ উপায়ে রংবোমা ভরে রাখা হয় । পরে তা এমনভাবে বন্ধ করে দেওয়া হয়, যাতে কারও সন্দেহ না হয় । লখনউ থেকেই যে জুতোর আমদানি হয়েছে, তা জানার পরই এদিন সেখানে যান তদন্তকারী অফিসাররা । সাগরের পরিবারের সদস্যদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন তাঁরা । পাশাপাশি, হামলার ঘটনায়, কর্নাটক, মহারাষ্ট্র, রাজস্থান, হরিয়ানা, পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশের কোনও যোগ রয়েছে কি না তা জানতে, ওই ৬ রাজ্যেও হানা দেন তাঁরা ।