দিল্লি পুলিশ, আন্দোলনকারী কুস্তিগিরদের বিরুদ্ধে করা এফআইআর তুলে নিতে পারে বলে খবর। ২৮ মে করা এফআইআর-এ নাম ছিল সাক্ষী মালিক, বজরং পুনিয়া, বিনেশ ফোগটদের বিরুদ্ধেও। সেই এফআইআর তুলে নেওয়া হতে পারে।
২৮ মে আন্দোলনকারী কুস্তিগিরেরা নতুন সংসদ ভবনের উদ্দেশে রওনা দিলে তাঁদের আটকায় দিল্লি পুলিশ। টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে যাওয়া হয় কুস্তিগিরদের। তারপরই সাক্ষীদের বিরুদ্ধে। সারা ভারতেই সমালোচনার ঝড় ওঠে।
বৃহস্পতিবারই ভারতীয় কুস্তি সংস্থার প্রধান ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে দিল্লি পুলিশ। কেন্দ্রীয় সরকার প্রতিবাদী কুস্তিগিরদের আশ্বাস দিয়েছিল, ১৫ জুনের মধ্যে তদন্ত শেষ করা হবে। সেই মতো ১৫ জুনই ১০০০ পাতার চার্জশিট পেশ করা হয়েছে।