নতুন সংসদ ভবনে হামলার অভিযোগের ঘটনায় ধৃত ছয় অভিযুক্তের ফেসবুক অ্যাকাউন্ট ঘেঁটে দেখতে চান তদন্তকারী আধিকারিকরা। ওই ছয় অভিযুক্তের আলাপ হয় 'ভগৎ সিং ফ্যান ক্লাব' নামে যে ফেসবুক পেজ থেকে সেই পেজের খুঁটিনাটিও যাচাই করতে চান আধিকারিকরা। সেই মর্মেই এবার ফেসবুকের পেরেন্ট সংস্থা মেটাকে চিঠি পাঠালেও দিল্লি পুলিশ। এমনকি অভিযুক্তদের ডিজিটাল লেনদেনের তথ্য জানতে চিঠি দেওয়া হয়েছে গুগল পে এবং পেটিএমকেও।
ভগৎ সিং ফ্যান ক্লাব নামে ওই ফেসবুক পেজে আলাপ হওয়ার পরেই সংসদ ভবনে হানা দেওয়ার ছক কষা হয়েছিল বলেই অনুমান করছেন তদন্তকারিকরা। এমনকি পরে ওই একাউন্টে ফেসবুক থেকে ডিলিট করে দেওয়া হয়। সেই কারণেই ওই পেজ সম্পর্কে বিশদে জানতে চেয়ে মেটাকে চিঠি পাঠিয়েছে দিল্লি পুলিশ।
আরও পড়ুন - বানভাসি তামিলনাড়ু, স্টেশনে আটকে প্রায় ৮০০ যাত্রী, চলছে উদ্ধারকাজ
ফেসবুক ছাড়াও অভিযুক্তদের হোয়াটসঅ্যাপ চ্যাট পাঠানোরও অনুরোধ করেছেন তদন্তকারী আধিকারিকরা। অভিযুক্তদের হোয়াটসঅ্যাপ নম্বরের সঙ্গে যুক্ত ইমেইল অ্যাকাউন্ট খতিয়ে দেখার পরিকল্পনা করছে দিল্লি পুলিশ। এমনকি খতিয়ে দেখা হচ্ছে অভিযুক্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট।