কোভিড টিকাকরণ (Covid Vaccination) সংক্রান্ত অ্যাপ কো-উইন থেকে তথ্য ফাঁসের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল দিল্লি পুলিশ । বিহার (Bihar) থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে খবর । ধৃত ব্যক্তিই টেলিগ্রামে তথ্য ফাঁস করেছিলেন বলে অভিযোগ । তাঁর মা বিহারের একজন স্বাস্থ্যকর্মী বলে খবর । এছাড়া, পুলিশ সূত্রে খবর তথ্য ফাঁসের অভিযোগে এক কিশোরকেও গ্রেফতার করা হয়েছে ।
দিন কয়েক আগে কোভিড টিকাকরণ (vaccination) সংক্রান্ত অ্যাপ কো-উইন (Co-win Data leaked ) থেকে একের পর এক তথ্য ফাঁস হয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলেছিল তৃণমূল । সাকেত গোখলে টুইট করে দাবি করেছিলেন, কোউইন অ্যাপের মাধ্যমে বহু মানুষের আধার কার্ড-প্যান কার্ডের তথ্য লিক হয়ে যাচ্ছে । টেলিগ্রামে ,সেসব তথ্য ফাঁস হচ্ছে । যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীণ বলে দাবি করেছিল কেন্দ্র । স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানানো হয় কোউইনের কোনও তথ্যই পাচার হয়নি। বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের কম্পিউটার ইমারজেন্সি টিম বিষয়টি নিয়ে তদন্ত করছে। মন্ত্রক আরও জানিয়েছে যে, কিছু সংবাদমাধ্যমে এই ধরনের অসত্য তথ্য পরিবেশন করা হয়েছে ।
আরও পড়ুন, Ashwini Vaishnaw : করমণ্ডল দুর্ঘটনার তদন্ত কতটা এগোল? এখনই কিছু বলতে চাইলেন না রেলমন্ত্রী
কোউইনের মাধ্যমে তাঁর ব্যক্তিগত তথ্য ফাঁস হচ্ছে বলে অভিযোগ তুলে কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছিলেন ডেরেক ও'ব্রায়েন । ডেরেকের দাবি, এই ঘটনায় তথ্যপ্রযুক্তি আইন লঙ্ঘনের পাশাপাশি আধার সংক্রান্ত আইনও ভাঙা হয়েছে । পাশাপাশি গোপনীয়তার অধিকারও লঙ্ঘিত হয়েছে বলে দাবি তাঁর ।