ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্য ঘিরে এবার সক্রিয় হল দিল্লি পুলিশ(Delhi Police)। সাসপেন্ডেড বিজেপি নেতা নূপুর শর্মা(BJP leader Nupur Sharma) এবং নবীন জিন্দলের(Nabeen Jindal) পাশাপাশি সাংবাদিক শাবা নকভি(Saba Naqvi), সংখ্যালঘু নেতা শাদাব চৌহানের, ধর্মীয় নেতা মৌলানা মুফতি নাদিমের বিরুদ্ধে দায়ের করা হল এফআইআর(FIR)।
দিল্লি পুলিশের স্পেশাল সেলের ‘ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশন (আইএফএসও) ইউনিট’-এর ডেপুটি কমিশনার কেপিএস মালহোত্র(KPS Malhotra) জানিয়েছেন, পয়গম্বর সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জন্য নূপুরের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। দ্বিতীয় এফআইআরে নাম রয়েছে নবীন(Nabeen Jandal), শাবা-সহ আট জনের। হিন্দু মহাসভার মুখপাত্র পূজা শাকুন পাণ্ডেও রয়েছেন সেই তালিকায়। নেটমাধ্যমে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে অনিলকুমার মীনা, গুলজার আনসারি, আবদুর রহমানের নামে দায়ের হয়েছে এফআইআর।
আরও পড়ুন- Bihar Viral Video: ছেলের মৃতদেহ ছাড়াতে রাস্তায় ভিক্ষা বৃদ্ধ দম্পতির, অমানবিকতার সাক্ষী থাকল বিহার
পয়গম্বর সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জন্য জাতীয় মুখপাত্র নূপুর(BJP leader Nupur Sharma) এবং দিল্লির নেতা নবীনকে সাসপেন্ড করেছে বিজেপি। কিন্তু সেই শাস্তির প্রতিবাদে ইতিমধ্যেই নেটমাধ্যমে প্রচারে নেমে পড়েছেন বিজেপি সমর্থকদের একাংশ। দলের শীর্ষনেতৃত্ব কেন নূপুর-নবীনের পাশে দাঁড়াচ্ছে না, সে প্রশ্নও তুলেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রক নিয়ন্ত্রিত দিল্লি পুলিশের পদক্ষেপে স্পষ্ট, আন্তর্জাতিক মঞ্চে চাপে মুখে পড়া নরেন্দ্র মোদী সরকার(Narendra Modi Govt.) আপাতত ঘৃণা-ভাষণ বিতর্কে কড়া অবস্থান বজায় রাখতে চাইছে।