দিল্লিতে কংগ্রেসের সত্যাগ্রহকে অনুমতি দিল না পুলিশ। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে রবিবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু রাজঘাট সংলগ্ন এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। পূর্ব নির্ধারিত সময় এদিন মহাত্মার সমাধি রাজঘাটে হাজির হয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাগড়ে এবং কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু তাঁদের জমায়েতকে অনুমতি দিল না পুলিশ।
শনিবারই এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছিল। কংগ্রেসের অভিযোগ, বিরোধী আন্দোলনকে দাবিয়ে রাখছে ইচ্ছাকৃত ভাবে সত্যাগ্রহের অনুমতি দেওয়া হয়নি। কারণ দিল্লির পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে। কংগ্রেসের দাবি, এই পরিস্থিতিতে অমিত শাহও হয়তো ভয় পেয়েছেন। তাই আগাম রাজঘাটে ১৪৪ ধারা জারির নির্দেশ দিয়েছেন।
রাহুলের সাংসদ পদ খারিজ ইস্যুতে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছে কংগ্রেস। কেন এই ইস্যুতে এখন নীরব মোদী, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেসের শীর্ষ নেতারাও।