অঞ্জলি কাণ্ডে ঘাতক গাড়ির মালিক গ্রেফতার(Delhi Hit and Run Case)। ধৃত আশুতোষ তাঁর বোলেনো গাড়িটি ধার দেন লোকেশ নামক এক ব্যক্তিকে। ঘটনার পর থেকেই তিনি ফেরার ছিলেন বলেই খবর। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশ(Delhi Police on Anjali Singh Case)। উল্লেখ্য, এই দুর্ঘটনায় মোট ৬ জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ।
গত ১ জানুয়ারি বর্ষবরণের রাতে পার্টি করতে বেড়িয়েছিলেন অঞ্জলি সিং। সঙ্গে ছিলেন এক বান্ধবী। বর্ষবরণের রাতে সুলতানপুরী এলাকায়(Kanjhawala Case) তাঁর স্কুটিতে ধাক্কা মারে একটি গাড়ি। দুর্ঘটনার জেরে অঞ্জলি গাড়ির তলায় আটকে যান। এই অবস্থাতেই তাঁকে টেনেহিঁচড়ে প্রায় ১৩ কিমি রাস্তা যায় ঘাতক গাড়িটি। অভিযোগ, পরে গাড়ির চাকায় আটকে থাকা অঞ্জলির দেহ সরিয়ে পালান অভিযুক্তরা(6 accused arrested in Delhi Hit and Run Case)।
পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন এই অঞ্জলি সিং(Anjali Singh)। বিহারের আমানের বাসিন্দা এই তরুণীর পরিবারে আছেন মা, চার বোন ও দুই ভাই। বাবা মারা যাওয়ার পর পরিবারের দায়িত্ব এসে পড়ে তাঁর কাঁধে। কর্মসূত্রেই তিনি দিল্লিতে(Delhi Accident Case) চলে আসেন।