গ্রেফতার করা হল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বৈভব কুমারকে। রাজ্যসভার আপ সাংসদ স্বাতী মালিওয়াল নিগ্রহকাণ্ডে তাঁকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। শনিবার দুপুরে প্রথমে তাঁকে আটকের খবর জানানো হয় এবং পরে পুলিশ সূত্রে খবর মেলে গ্রেফতার করা হয়েছে বৈভব কুমারকে।
রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালের দাবি, গত ১৩ মে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। অভিযোগ, সেসময় তাঁকে মারধর করেন বৈভব কুমার। চড় এবং পেটে লাথি মারা হয় বলে অভিযোগ। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় অভিযোগ দায়ের করেন স্বাতী।
Read More- একজন অসৎ রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায়, সংবাদসংস্থার সাক্ষাৎকারে আক্রমণ নাড্ডার
এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করে দিল্লির আপ সরকারের মন্ত্রী অতিশী দাবি করেন, স্বাতী বিজেপির এজেন্ট হয়ে কাজ করছেন। এবং তিনি কেজরিওয়ালকে ফাঁসাতে তাঁর বাড়ি গিয়েছিলেন।