দিল্লিকাণ্ডে ধৃতদের চাঞ্চল্যকর বয়ান। অভিযুক্তরা দুর্ঘটনার পর শাস্তির হাত থেকে বাঁচতে ঠাণ্ডা মাথায় অঞ্জলিকে ১২ কিলোমিটার রাস্তা টেনে গিয়েছিলেন। যে নৃশংসতার কথা শুনে রীতিমতো অবাক পুলিশ।
সূত্রের খবর, অভিযুক্তরা দিল্লির কানঝাওয়ালা রোড দিয়ে যাচ্ছিলেন। সেই সময় অঞ্জলির স্কুটির সঙ্গে তাঁদের গাড়ির ধাক্কা লাগে। দুর্ঘটনার পর তাঁরা বুঝতে পারেন তরুণীর দেহ আটকে গিয়েছে তাঁদের গাড়ির সঙ্গে। কিন্তু গাড়ি থেকে নেমে অঞ্জলিকে উদ্ধার না করে তাঁরা গাড়ি চালাতে থাকে। একসময়ে অঞ্জলির দেহ গাড়ি থেকে পড়ে গেলে এলাকাছাড়া হন তাঁরা।
আরও পড়ুন- ধর্ষণের বদলা নিতে অভিযুক্ত নাবালকের মাকে গুলি, গ্রেফতার দিল্লির কিশোরী
পুলিশ জানিয়েছে, ধৃতরা মামলায় ফেঁসে যাওয়ার ভয়ে এই কাণ্ড ঘটিয়েছে। কারণ, তাঁদের মনে হয়েছিল অঞ্জলিকে উদ্ধার করলে খুনের মামলায় ফেঁসে যাওয়ার ভয় রয়েছে। তাই নিজেদের বাঁচাতেই এই নৃশংসতা।