নাবালক পুত্রের অভিভাবক হিসেবে পাসপোর্ট থেকে বাবার পরিচয় সরিয়ে দেওয়ার নির্দেশ দিল্লি আদালতের। সন্তানের জন্মের পরেই স্বামী ছেড়ে গিয়েছেন। তরুণী একা বড় করে তুলেছেন ছেলেকে। ফলে 'সিঙ্গল মাদার' ওই তরুণী ছেলের পাসপোর্ট থেকে বাবার নাম সরাতে চেয়ে আদালতে আবেদন করেন। উল্লেখ্য, বিচারপতি প্রতিভা এম সিংহ এই মামলাকে ‘বিরল’ এবং ‘অদ্ভুত’ বলেও উল্লেখ করেছেন।
জানা গিয়েছে, ছেলের জন্মের পর দিল্লিবাসী ওই তরুণীর পাশ থেকে সরে যান স্বামী। তারপর থেকে আর তাঁদের মধ্যে কোনও যোগাযোগ নেই। কিন্তু ছেলের পাসপোর্টে বাবার নাম যুক্ত করার নির্দেশ পেতেই কোর্টের দারস্থ হন ওই তরুণী। মামলা শুনে বিচারপতির নির্দেশ অবিলম্বে পাসপোর্ট থেকে ওই নাবালকের বাবার নাম সরিয়ে দিতে হবে।