শ্রদ্ধা ওয়ারকারের (Shraddha Walker) খুনের ঘটনার পর ফের শিরোনামের রাজধানী দিল্লি (Delhi)। প্রকাশ্যে এল আরও এক হার হিম করা খুনের ঘটনা (Delhi Crime)। একই রকম ভাবে খুন করে ফ্রিজে দেহ সংরক্ষণ করে পরে তা বিভিন্ন জায়গায় ফেলে দেওয়ার অভিযোগ উঠল নিহতের স্ত্রী পুত্রের বিরুদ্ধে। ইতিমধ্যেই দু'জনকে গ্রেফতার করেছে রাজধানীর পুলিশ। ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লিতে।
গত জুন মাসে পূর্ব দিল্লির পাণ্ডব নগরে একাধিক দেহের টুকরো উদ্ধার হয়েছিল। কিন্তু দেহাংশগুলি পচে গলে যাওয়ার কারণে তখন বিশদে কিছু জানা যায়নি। এরপরেই সামনে আসে শ্রদ্ধা খুনের ঘটনা। যেখানে শ্রদ্ধাকে তাঁর লিভইন পার্টনার আফতাব খুন করে ৩৫ টুকরো করে। তারপর দেহাংশ সংরক্ষণ করে রাখে ফ্রিজে। পরে তা বিভিন্ন জায়গায় ফেলে দেয়। এই ঘটনার তদন্ত করতে গিয়ে উঠে আসে পাণ্ডব নগরের একাধিক দেহাংশের কথা। খতিয়ে দেখা শুরু হয় জুন মাসে উদ্ধার হওয়া ওই দেহাংশ শ্রদ্ধার কি না। এরপরই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য।
তদন্তে দেখা যায়, ওই দেহাংশ পাণ্ডব নগরের বাসিন্দা অঞ্জন দাস নামে এক ব্যক্তির। যিনি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। অভিযোগ, সেই কথা জানতে পেরে তাঁর স্ত্রী পুনম এবং ছেলে দীপক তাঁকে খুন করার সিদ্ধান্ত নেন। তদন্ত করতে গিয়ে জানা গিয়েছে অঞ্জনকে ঘুমের ওষুধ খাইয়ে অচইতন্য করা হয়।
আরও পড়ুন- বিজেপি সাংসদের গাড়ির ধাক্কায় মৃত স্কুল ছাত্র, গাড়ির ক্ষয়ক্ষতি দেখতে ব্যস্ত সাংসদ
তারপর তাঁকে খুন করে দেহ টুকরো টুকরো করে ফ্রিজে রাখা হয়। পরে তা ফেলে আসা হয় বিভিন্ন জায়গায়। স্থানীয় কিছু সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে পুলিশের হাতে এসেছে বেশ কিছু ফুটেজ। যেখানে দেখা যাচ্ছে, গভীর রাতে হাতে ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন দীপক আর পিছনে রয়েছেন তাঁর মা।
বেশ কিছু ফুটেছে দেখা গিয়েছে দিনের বেলায় কিছু জায়গায় ঘুরে বেড়াচ্ছেন দীপক এবং তাঁর মা। সেই সব জায়গা থেকেই মিলেছে অঞ্জনের দেহাংশ। শ্রদ্ধা ঘটনার কথা আদেও নিহতের স্ত্রী-পুত্র জানতেন কি না তা এখনও জানা যায়নি। তবে, একই ধরনের এমন দুটি কাণ্ড কার্যত হতবাক করেছে তদন্তকারীদের।