দিল্লির সাকেত আদালত চত্বরে মহিলাকে লক্ষ্য করে চলল গুলি। শুক্রবার সকালের ঘটনায় আদালত চত্বরে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। গুরুতর জখম হয়েছেন ওই মহিলা।
পুলিশ সূত্রে খবর,আদালত চত্বরে নিরাপত্তা এড়াতে আইনজীবীর পোশাক পরে ঢুকে এক কুখ্যাত দুষ্কৃতীই এই কাণ্ড ঘটায়। যে মহিলাকে লক্ষ্য করে গুলি চালায় ওই দুষ্কৃতী, তিনি আদালত চত্বরেই ছিলেন।
Disco Dancer: মঞ্চ কাঁপালো 'ডিস্কো ডান্সার', আটের দশকের যাদুতে নস্ট্যালজিক স্বয়ং মিঠুন
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মহিলা একটি মামলার সাক্ষ্য দিতে এসেছিলেন। মহিলাকে লক্ষ্য করে পর পর চারটি গুলি চালায় সে। তিনটি গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও একটি গুলি লাগে মহিলার শরীরে। তাতেই গুরুতর জখম অবস্থায় গুলিবিদ্ধ মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
হামলাকারীর খোঁজ চালানো হচ্ছে।