আবগারী দুর্নীতি মামলায় তলব করা হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালকে। বৃহস্পতিবার তাঁর হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি সেখানে যাচ্ছেন না বলে সূত্রের খবর।
আনন্দবাজার অনলাইনে প্রকাশিত খবর অনুযায়ী আপের একটি সূত্র মারফত জানা গিয়েছে, বিধানসভা ভোটের প্রচারে মধ্যপ্রদেশে যাবেন কেজরীওয়াল। সেকারণেই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারবেন না। উল্লেখ্য, বুধবারর দিল্লির মন্ত্রী অতিশী অভিযোগ করেছিলেন, আপ প্রধান অরবিন্দ কেজরীওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে গ্রেফতার করার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED।
Read More- আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে তলব ইডির
উল্লেখ্য, আবগারী দুর্নীতি মামলায় আর্থিক তছরুপের অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে। এমনকি এই মামলায় সোমবারই মণীশ সিসোদিয়ার জামিনের আর্জিও খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।