ইন্সটাগ্রাম রিলস বানাতে গিয়ে দিন কয়েক আগেই দিল্লির দুই তরুণী গ্রেফতার হয়েছেন। এর মধ্যেই ফের শিরোনামে রাজধানী। ট্রাফিক আইন না মেনে রিলস বানানোর কারণে এক ব্যক্তিকে ৩৬ হাজার টাকা জরিমানা করল দিল্লি পুলিশ। ইতিমধ্যে ওই যুবককেও গ্রেফতার করেছে পুলিশ।
সম্প্রতি দুটি রিল প্রকাশ্যে আসে। যেখানে দেখা যায়, দিল্লির ভিড়ে ঠাসা রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে রিল বানাচ্ছেন দুই যুবক। শুধু তাই নয় ফ্লাইওভারের রাস্তা দিয়ে গাড়ির দরজা খুলেও যেতে দেখা যায় ওই দুই যুবককে। এরপর তাঁরা পুলিশের ব্যরিকেডেও আগুন ধরিয়ে দেন। মুহূর্তেই ভাইরাল হয় ওই ভিডিয়ো।
আরও পড়ুন - কলেজ পড়ুয়া, অথচ ৪৬ কোটির আয়কর নোটিস, মাথায় হাত যুবকের !
এরপর সোশ্যাল মিডিয়ায় ওই ভাইরাল ভিডিয়ো দেখে প্রদীপ নামে এক যুবককে চিহ্নিত করা হয়। পুলিশ ইতিমধ্যেই গাড়িটি বাজেয়াপ্ত করেছে। ট্রাফিক আইন ভাঙার দায় ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্দিষ্ট ধারায় মামলাও রুজু করা হয়েছে। এমনকি সতর্কতা ছড়াতে যুবককে গ্রেফতারের পর দিল্লি পুলিশ ব্যঙ্গ করে এই সংক্রান্ত একটি ভিডিয়োও পোস্ট করেছে।