প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের (Rajnath Sing) জম্মু-কাশ্মীর সফর চলাকালীনই অগ্নিপথ প্রকল্পের (Agnipath Scheme) বিরুদ্ধে বৃহস্পতিবার সেখানে তুমুল বিক্ষোভ হয়। যদিও সেই বিক্ষোভের পরেও শুক্রবার রাজনাথ জম্মু থেকে ট্যুইট করে অগ্নিপথের মাধ্যমে সেনায় নিয়োগের পরীক্ষার জন্য যুব সমাজকে প্রস্তুতি নিতে বলেন।
কেন্দ্রের ‘অগ্নিপথ’ প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল সারা দেশ। বিহার, উত্তরপ্রদেশ, তেলঙ্গানা, থেকে শুরু করে পশ্চিমবঙ্গেও বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে। উল্লেখ্য, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার থেকে দুইদিনের জম্মু কাশ্মীর সফরে রয়েছেন। তাঁর সফরচলাকালীনই জম্মুতে এই প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়েছে। এই পরিস্থিতিতে ফের জম্মু থেকেই তিনি ট্যুইটে অগ্নিপথ প্রকল্পের সমর্থনে দেশের যুব সমাজের উদ্দেশ্যে ফের বার্তা দিলেন ।
Agnipath scheme: অগ্নিপথেও কৃষি আইনের ছায়া? তুমুল বিক্ষোভে নিয়ম শিথিল করল মোদী সরকার
উল্লেখ্য, অগ্নিপথ প্রকল্পে কেন্দ্রীয় সরকার সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করবে। কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে তুমুল বিক্ষোভ। চলছে অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগ। কিন্তু সরকার এখনও এই প্রকল্প নিয়ে অনড় যার প্রতিফলন দেখা গেল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ট্যুইটে।
শুক্রবার রাজনাথ ট্যুইট করেন, ‘‘অগ্নিপথ প্রকল্প দেশের যুবকদের জন্য দারুণ সুযোগ এনেছে। তাঁদের হাতে রয়েছে দেশের সেবা করার বড় সুযোগ। তরুণদের ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে প্রধানমন্ত্রী যে সংবেদনশীল সিদ্ধান্ত নিয়েছেন সেজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক ধন্যবাদ। আমি তরুণদের কাছে আবেদন জানাচ্ছি, কয়েক দিনের মধ্যেই সেনাবাহিনীতে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এজন্য তারা যেন প্রস্তুতি শুরু করে দেয়।’
যদিও কেন্দ্রের এই অনড় মনোভাবে বিপরীতে বিক্ষোভকারীরাও তাঁদের দাবিতে অনড়। দেশের মূলত যে সমস্ত রাজ্য থেকে অধিক সংখ্যায় যুবকরা সেনায় যোগ দেয় সেই সমস্ত রাজ্যেই বিক্ষোভের মাত্রা বেশি।