মধ্যপ্রদেশ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হল ৩৫। বৃহস্পতিবার রামনবমী উপলক্ষ্যে ভিড়ে ঠাসা বালেশ্বর মন্দিরের কুয়ো ভেঙে পুণ্যার্থীদের মৃত্যু হয়। ইনদওরের জেলাশাসক ইলিয়ারাজা টি জানান, আপাতত ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও এক নিখোঁজের সন্ধান চলছে। দু’জন পুণ্যার্থীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তবে গুরুতর আহতদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে।
এদিন ইন্দোরের স্নেহনগর এলাকায় শ্রীবালেশ্বর মন্দিরে রামনবমীর পুজোর সময় কংক্রিট ভেঙে কুয়োতে পড়ে যান একাধিক পুণ্যার্থীরা। সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধারকাজ। জানা যায়, পুজো দেখার জন্য প্রায় ৩০-৪০ জন পুণ্যার্থী মন্দিরের পরিতক্ত কুয়োর ছাদে উঠে পড়েন। কিন্তু বহু পুরনো সেই কুয়োর মুখের ছাউনি যথেষ্ট শক্তপোক্ত না হওয়ায় তা ভেঙে দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন- West Bengal Weather Update: সপ্তাহান্তে ঝড়বৃষ্টির পূর্বাভাস! ভিজবে গোটা বাংলা
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, রামনবমীর পুজোতে বৃহস্পতিবার সকাল থেকেই এই মন্দিরে ভিড় ছিল। মন্দিরের ওই স্থানে কুয়ো আছে, জানতেন না পুণ্যার্থীরা। ভিড়ের চাপে কংক্রিট ভেঙে কুয়োয় পড়ে যান পুণ্যার্থীরা। মোট ১৯ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।