মুম্বইয়ে ভয়ঙ্কর ধূলিঝড়ে প্রাণ গেল কমপক্ষে ১৪ জনের । সোমবার সন্ধ্যায় মায়ানগরীতে হঠাৎই প্রবল ঝড় ওঠে । হঠাৎ আকাশ কালো ধুলোতে ঢেকে যায় । সেইসঙ্গে ঝোড়ো হাওয়া । ঘটনায় মুম্বইয়ের ঘাটকোপার এলাকায় বিরাট বিলবোর্ড ভেঙে পড়ে । আর তাতেই চাপা পড়ে অনেকে আহত হন । প্রায় ১৪ জনের প্রাণ কেড়ে নেয় । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বৃহন্মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন বা বিএমসি । পুলিশ ওই বিলবোর্ডের সংস্থার মালিকের বিরুদ্ধে মামলা করেছে বলে জানা গিয়েছে ।
পিটিআই সংবাদ সংস্থা সূত্রে খবর, ভাবেশ ভিন্দে এবং অন্যান্যদের বিরুদ্ধে ৩০৪ ধারা, ৩৩৮ (জীবন বা অন্যের ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করে এমন কাজ করে গুরুতর আঘাত করা) এবং ৩৩৭ ধারায় মামলা করা হয়েছিল । মামলার তদন্তে রয়েছে পন্তনগর থানার পুলিশ ।
সোমবার দুপুর ৩টে নাগাদ হঠাৎ মুম্বইয়ের আকাশ কালো ধুলোতে ঢেকে যায়। প্রবল ঝড় ওঠে। ঘাটকোপার ইস্ট এলাকায় বিরাট আকারের বিলবোর্ড একটি পেট্রোল পাম্পের উপর ভেঙে পড়ে । সেইসময় ঝড় থেকে বাঁচতে পাম্পের কাছেই ছিল বহু মানুষ । ভিডিয়োতে দেখা যায়, ওই বিল বোর্ডের নিচে কয়েকটি গাড়িও ছিল। বিলবোর্ড ভেঙে পড়ায়, তার তলায় বহু মানুষ চাপা পড়ে যায় । মঙ্গলবারও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।