ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে জম্মুতে৷ ৭৫ জন যাত্রী নিয়ে একটি বাস জাতীয় সড়ক থেকে খাদে পড়ে গিয়েছে। মর্মান্তিক এই ঘটনায় মৃত অন্তত ৮ জন৷ আহত ২০ জনেরও বেশি৷ মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
মঙ্গলবার সকালের ঘটনা৷
পঞ্জাবের অমৃতসর থেকে পর্যটকভর্তি বাস কাটরার দিকে যাচ্ছিল। কাটরা থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, ওই বাসে চড়ে কাটরায় বৈষ্ণোদেবী মন্দির দর্শন করতে যাচ্ছিলেন পুণ্যার্থীরা। জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের উপর দিয়ে বাসটি যখন যাচ্ছিল, তখনই ঘটে দুর্ঘটনা। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন সেতুর উপরেই। বাসটি ছিটকে সেতু থেকে নীচে পড়ে যায়।
বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে৷ আটকে পড়া যাত্রীদের উদ্ধার করার চেষ্টা চলছে।