জি-২০ সম্মেলন নিয়ে দেশজোড়া উৎসাহের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু একটি চমকপ্রদ ভিডিয়ো শেয়ার করলেন। যে ভিডিয়োতে দেখা যাচ্ছে, জি-২০ সম্মেলনের পতাকা নিয়ে স্কাইডাইভ করছেন এক ব্যক্তি। টুইটারে ভিডিয়োটি শেয়ার করেন কেন্দ্রীয় মন্ত্রী। তারপর ক্যাপশন দেন- 'এই ভিডিয়োটি আমার দারুণ পছন্দ হয়েছে'। ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার গজানন্দ যাদব গত মার্চ মাসে ওই স্কাইডাইভিং-এর ভিডিয়োটি করেছিলেন।
উল্লেখ্য, দীর্ঘ প্রস্তুতি পর্ব পেরিয়ে ৯ সেপ্টেম্বর শনিবার সকালে রাজধানীতে শুরু হল দু'দিনের জি ২০ সামিট (G 20 Summit)। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধনী ভাষণ দিয়েই শুরু হল বৈঠক। শুক্রবারই, নয়া দিল্লিতে পৌঁছে গিয়েছিলেন জি ২০ দেশের রাষ্ট্রনেতারা। সম্মেলনে দুটি পর্যায়ে আলোচনা হওয়ার কথা। রয়েছে মধ্যাহ্নভোজ ও নৈশভোজের ব্যবস্থাও।
আনুষ্ঠানিক বৈঠক শুরুর আগেই একে একে সম্মলন স্থলে উপস্থিত হন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম প্রমুখরা।