এফএমসিজি সংস্থা ডাবরকে নোটিস জিএসটির ডিরেক্টরেট জেনারেল ইনটেলিজেন্সের। পণ্য ও পরিষেবা কর বাবদ ৩২০ কোটি ৬৬ লক্ষ টাকা জমা দেওয়ার নোটিস পাঠিয়েছে DGGI। সোমবার এই নোটিস পাঠিয়ে সংস্থাকে বলা হয়েছে, ২০১৭ সালের কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা আইনের ৭৪ (৫) ধারা অনুযায়ী সংস্থাকে জিএসটি বাবদ ৩২০.৬৬ কোটি টাকা জমা দিতে হবে। এই টাকা জমা না দিলে শো-কজ নোটিস পাঠানো হবে।
নোটিস পাওয়ার পর সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এর কোনও প্রভাব সংস্থার আর্থিক বা বাণিজ্য সংক্রান্ত কাজে প্রভাব পড়বে না। প্রসঙ্গত, মঙ্গলবার শেয়ারবাজার বন্ধ হওয়ার ঠিক আগেই এই নোটিসের কথা জানাজানি হওয়ার পরেও কোনও প্রভাব পড়েনি বাজারে।