স্থলভাগে আছড়ে পড়ল মোকা । স্থানীয় সময় দুপুর ১২টার আগেই বাংলাদেশের কক্সবাজার এবং মায়ানমারের সিতওয়ে বন্দর সংলগ্ন উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় । ঝড়ের গতিবেগ ঘণ্টায় ২০০ কিমি । এই মুহূর্তে উত্তাল সমুদ্র । রীতিমতো তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় ।
হাওয়া অফিস সূত্রে খবর, মোকার অভিঘাতে বড়সড় ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের কক্সবাজার, মহেশখালি এবং সেন্ট মার্টিন বন্দরে । সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আগেই প্রশাসনের তরফে মাইকিং করে উপকূলের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ হয়েছে । প্রায় ৫ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে । ত্রাণশিবিরও প্রস্তুত রাখা হয়েছে।