বৃহস্পতিবার সকালের আগেই জন্ম নেওয়ার কথা ঘূর্ণিঝড় মোকা-র। বুধবার রাতের শেষ বিবৃতিতে দিল্লির মৌসম ভবন জানিয়েছে, বৃহস্পতিবার সকালের আগে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এবং বিকেলের দিকে তা প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। শুক্রবার আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় ‘মোকা’ অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেবে।
মৎস্যজীবীদের শুক্রবার থেকেই ওড়িশা-পশ্চিমবঙ্গ-বাংলাদেশের উপকূলে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর একটু একটু করে উত্তর-উত্তরপূর্বে সরে যেতে পারে ‘মোকা’।
আবহবিদরা জানিয়েছেন, বাংলাদেশ এবং মায়ানমার উপকূলে সর্বোচ্চ ১২০ থেকে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে আছড়ে পড়তে পারে ‘মোকা’। তবে শনিবার থেকে ঘূর্ণিঝড় ধীরে ধীরে শক্তি ক্ষয় করতে শুরু করবে বলেও মনে করছে মৌসম ভবন।