ঘূর্ণিঝড় মিগজাউনের ব্যাপক প্রভাব পড়েছে চেন্নাইয়ে। তার জেরে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭। ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টি হচ্ছে চেন্নাই ও অন্ধ্র উপকূলের বিভিন্ন এলাকায়। তার জেরে বিভিন্ন অঞ্চল জলমগ্ন হয়ে পড়ে। ভেঙে পড়েছে একাধিক গাছ, বিদ্যুতের খুঁটি।
মঙ্গলবার বিকেল নাগাদ অন্ধ্র উপকূলে আছড়ে পড়ে মিগজাউন। বর্তমানে বাপটলা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে রয়েছে সেটি। ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হবে ওই ঘূর্ণিঝড়। বর্তমানে তার অভিমুখ রয়েছে অন্ধ্রপ্রদেশ থেকে উত্তর-পশ্চিম দিকে।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ৩ ও ৪ ডিসেম্বর চেন্নাইয়ের বেশিরভাগ জায়গায় ২০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে চেন্নাই, কাঞ্চিপুরম, তিরুভাল্লুর এলাকায়।