ক্রমেই এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মিগজাউম। দিল্লির মৌসম ভবন জানিয়েছে, মঙ্গলবার দুপুরেই অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে পারে এই ঝড়। সমতলে আছড়ে পড়ার সময় তার গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটার। ইতিমধ্যেই অন্ধ্র উপকূল থেকে সাধারণ মানুষকে নিরাপদে সরানো হয়েছে।
এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণের বেশ কয়েকটি রাজ্যে রবিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে। তার সবচেয়ে বড় প্রভাব পড়ছে চেন্নাইয়ে। শহর কার্যত বাণভাসিতে পরিণত হয়েছে। আগামী চারদিন স্কুল-কলেজ-অফিস-আদালত সব বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, ঘূর্ণিঝড় মোকাবিলায় অন্ধ্র সরকারকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে কেন্দ্র। এই ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির সঙ্গে দফায় দফায় কথা বলেছেন কেন্দ্রীয়মন্ত্রীরা। ফলে দুপুরের অপেক্ষায় রয়েছে ওই অঞ্চল। এরমধ্যে তোড় বাড়ছে বৃষ্টির।