কেনাকাটা থেকে টাকা পেমেন্ট আজকাল সবকিছুর জন্যই ভরসা করতে হয় ইন্টারনেটের উপরে। আর তার ফলে বাড়ছে সাইবার ক্রাইম। প্রত্যেকদিন সাইবার ক্রাইমের ফাঁদে পড়ে লক্ষ লক্ষ টাকা খোয়াচ্ছেন সাধারণ মানুষ। এক্ষেত্রে কী করবেন অনেকেই বুঝতে পারেন না।
অনলাইনে প্রতারিত হলে প্রথমেই সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বর ১৯৩০ নম্বরে ফোন করে সম্পূর্ণ তথ্য জানাবেন।
পুলিশেও অভিযোগ করতে পারেন। প্রত্যেকটি থানায় সাইবার ক্রাইম তদন্তের জন্য একটি আলদা টিম থাকে।
আরও পড়ুন - মালগাড়িতে চেপেই ভ্রমণ! টু-ইন ওয়ান ট্রেন চালানোর সিদ্ধান্ত ভারতীয় রেলের
এমনকি আপনি নিজের এলাকার যে কোনও থানায়ও অভিযোগ জানাতে পারেন। সেখান থেকেই সাইবার ক্রাইমকে তদন্তের দায়িত্ব দেওয়া হবে। এক্ষেত্রে পুলিশের কাছ থেকে ক্রাইম নম্বর নিতে হবে যা আগামীদিনে কাজে লাগবে।