জম্মুর ভাদেরওয়াহ শহরে গোষ্ঠী সংঘর্ষের আশঙ্কায় প্রশাসনের তরফে কার্ফু জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নামানো হয়েছে সেনা।
কিছুদিন আগে জম্মুর ডোডা জেলার ভাদেরওয়াহ শহরে একটি প্রাচীন মন্দির ‘অপবিত্র’ করার ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনায় যারা দোষী তাদের বিরুদ্ধে প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। ইতিমধ্যে ঘটনার নিন্দা করেছেন গুলাম নবি আজাদ সহ দল-মত নির্বিশেষে কাশ্মীরের একাধিক নেতা।
Renu Khatun Case Update: রেণু খাতুন কাণ্ডে গ্রেফতার আরও এক, ধৃত চাঁদ মহম্মদ শেখ শরিফুলের মাসতুতো ভাই
বিষয়টিকে কেন্দ্র করে গত দু’দিন ধরে শহর জুড়ে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্য়ে জম্মু প্রশাসনের তরফে এই ঘটনার তদন্তে সিট গঠন করা হয়েছে। এদিকে, এরই মধ্যে বৃহস্পতিবার বিকালে এক ধর্মীয় নেতার ‘উস্কানিমূলক’ বক্তব্যকে কেন্দ্র করে ফের পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠে।
পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ। কেউ যদি আইন-শৃঙ্খলাভঙ্গের চেষ্টা করে তবে তার বিরুদ্ধে পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। শহরের স্পর্শকাতর এলাকাগুলিতে প্রচুর পরিমাণে পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে।