CTET-এর ফল প্রকাশিত হল। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (CBSE) CTET পরীক্ষার ফল ঘোষণা করল। ২০২২ সালের ডিসেম্বরে এই পরীক্ষাটি হয়েছিল। এইবারে সাড়ে ৯ লক্ষ পরীক্ষার্থী প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন৷
সিটেট পরীক্ষার প্রথম পত্রের জন্য ১৭,০৪,২৮২ জন নাম নথিভুক্ত করিয়েছিলেন। পরীক্ষা দিয়েছিলেন মোট ১৪,২২,৯৫৯ জন। যাঁদের মধ্যে মোট ৫,৭৯,৮৪৪ জন উত্তীর্ণ হন।
অন্যদিকে, CTET-এর দ্বিতীয় পত্রের জন্য মোট ১৫,৩৯,৪৬৪ জন নাম নথিভুক্ত করিয়েছিলেন। পরীক্ষায় বসেছিলেন ১২,৭৬,০৭১ জন। পাশ করেন মোট ৩,৭৬, ০২৫ জন।
এই পরীক্ষার রেজাল্ট জানা যাবে ctet.nic.in ওয়েবসাইটে গিয়ে।