জম্মু কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত্যু হল এক CRPF জওয়ানের। ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন নিরাপত্তারক্ষী। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে কাঠুয়া এবং ডোডা জেলায়। অন্যদিকে নিরাপত্তারক্ষীদের গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়েছে।
সেনাবাহিনীর এক অফিসার জানিয়েছেন, আহতদের মধ্যে রয়েছেন রাষ্ট্রীয় রাইফেলের ৫ জন জওয়ান এবং একজন বিশেষ পুলিশ অফিসার। ভাদ্রেওয়া-পাঠানকোট রাস্তার উপর নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাঁরা। মঙ্গলবার রাতে তাঁদের লক্ষ করে গুলি চালায় জঙ্গিরা।
Read More- রেফারির ভুল সিদ্ধান্তে স্বপ্নভঙ্গ, বিশ্বকাপ অভিযান শেষ ভারতের, ক্ষোভে ফুটছে দেশ
ওই জায়গাতেই নিরাপত্তার দায়িত্বে ছিলেন CRPF জওয়ান কবীর দাশ। জঙ্গিদের গুলিতে গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করা হয় স্থানীয় একটি হাসপাতালে। সেখানেই কিছুক্ষণ পরেই মৃত্যু হয় তাঁর।
জম্মু ও কাশ্মীরের পুলিশের অ্য়াডিশনাল ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, পুরো এলাকাটি ঘিরে রাখা হয়েছে। সেখানে প্রতিটি বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে।