২ বছর আগে ঋষভ পন্থের সঙ্গে প্রতারণা করেছিলেন। হাতিয়ে নেন ১ কোটি ৬০ লক্ষ টাকা। মৃণাঙ্ক সিং নামে ২৫ বছরের সেই ক্রিকেটারকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। শুধু ঋষভের সঙ্গে প্রতারণা নয়, বিভিন্ন বিলাসবহুল হোটেলে থেকে বিল দেননি বলে অভিযোগ তাঁর বিরুদ্ধে।
দিল্লি পুলিশ জানান, আগে ক্রিকেট খেললেও ছদ্মবেশে প্রতারণা শুরু করেন মৃণাঙ্ক। নামীদামী হোটেলে মডেলদের সঙ্গে পার্টি করতেন। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্টও করতেন। বান্ধবীদের নিয়ে বিদেশ ভ্রমণও করতেন নিয়মিত। দিল্লি থেকে হংকংয়ের বিমানে ভ্রমণ করার সময়ই তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।
শুধু ক্রিকেটার নয়, নিজেকে কর্নাটকের আইপিএস অফিসার হিসেবেও পরিচয় দিতেন। আইপিএলেও এক সময় খেলেছেন মৃণাঙ্ক। গত কয়েকমাস ধরেই দিল্লি পুলিশের ব়্যাডারে ছিলেন মৃণাঙ্ক। দিল্লির চানক্যপুরি থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে।