বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কোল্লাম-চেন্নাই এক্সপ্রেস। ট্রেনের একটি কামরার তলায় ফাটল ধরা পড়ে। বিষয়টি নজরে আসতেই দ্রুত পাল্টে দেওয়া হয় ওই কামরাটি।
রবিবার বিকালে ওই ঘটনাটি ঘটে তামিলনাড়ুর সেনগোত্তাই এলাকায়। জানা গিয়েছে, বিকাল ৩টে ৩৬ মিনিটে স্টেশনে পৌঁছয় ট্রেনটি। সেসময় রুটিন চেক আপ করার সময় কামরার নীচে ওই ফাটল দেখতে পান একজন রেলকর্মী। বিষয়টি আধিকারিকদের জানান তিনি। সঙ্গে সঙ্গে কামরাটি বদল করে দেওয়া হয়।
এই ঘটনার পর রেলের বিরুদ্ধে ফের যাত্রী নিরাপত্তার গাফিলতি নিয়ে অভিযোগ করেছেন অনেকেই। রেলের কামরাগুলির যন্ত্রাংশ যথাযত পরীক্ষা করা হচ্ছে না বলেও অভিযোগ। এদিকে করমণ্ডল দুর্ঘটনার তদন্তভার নিয়েছে CBI। সোমবার সকালে খড়গপুর পৌঁছে গেছেন তদন্তকারী আধিকারিকরা। সেখানে কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করেছেন তাঁরা।