মাত্র কয়েক দিন আগেই বাংলায় তৃণমূল-বিজেপির থেকে দূরত্ব রাখতে দলীয় কর্মীদের অনুরোধ করেছিলেন সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। কিন্তু কংগ্রেস সম্পর্কে বাংলার পাশাপাশি ত্রিপুরাতেও যে বামেরা এখন নরম, তার ইঙ্গিত পাওয়া গেল। খোদ সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিই উসকে দিলেন, বাংলার পড়শি ত্রিপুরায় বাম-কংগ্রেস জোটের সম্ভবনা। রাজনৈতিক মহলের দাবি, বাংলায় একবার নয়, দু বার তৃণমূলকে আটকাতে বাম-কংগ্রেস জোট করেই ভোটে লড়াই করেছে। আর দু বারই রক্তক্ষরণ হয়েছে বামেদের। এদিন আগরতলায় সীতারাম ইয়েচুরি জানিয়েছেন, তাঁদের প্রথম লক্ষ্য, বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি থেকে দেশকে মুক্ত করা। তাই ত্রিপুরায় আগামী নির্বাচনে বিজেপিকে হারাতে যা যা করার দরকার তা তাঁরা করবেন। তাই তিপ্রা মথা-কেও এই জোটের মধ্যে রাখার চেষ্টা চলছে, তা-ও বুঝিয়ে দেন তিনি।
বাংলার মত ত্রিপুরার রাজনৈতিক মহল নিশ্চিত, বিজেপির আগ্রাসণ রুখতে এবারের ভোটে হাত মেলাতে চলেছে বাম-কংগ্রেস। দু’পক্ষই জোটে চাইছেন তিপ্রা মথার নেতা প্রদ্যোৎ বর্মণকে। যিনি আবার আদি কংগ্রেসি। কংগ্রেস ছেড়ে বেরিয়ে তিনি গড়ে তোলেন তিপ্রা মথা। এখন তিনিই ত্রিপুরার আদিবাসীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেতা। তাই দু’পক্ষই তাঁকে জোটে পেতে মরিয়া।
এই পরিস্থিতিতেই এদিন সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি জানিয়েছেন, ‘‘আসন রফা অবশ্যই ভোটের আগে হবে। তবে সেই আসনসংখ্যা কত হবে, তা এখনই বলা সম্ভব নয়।’’