রাজ্যে লোকসভা ভোটের আগে কতটা তৈরি সিপিএম ? দিল্লিতে কেন্দ্রীয় কমিটির বৈঠকে বঙ্গ সিপিএম নেতাদের দাবি, রাজ্যে আগের থেকে অনেকটা উন্নতি হয়েছে সংগঠনের। তবে সব জায়গায় এখনও পুরোটা মেরামত করা যায়নি। কিছু কিছু জায়গায় ভিত শক্ত করা আরও জরুরি বলেও মনে করেন বঙ্গ সিপিএমের নেতারা।
রাজ্যের তরফে দিল্লিতে একটি রিপোর্টও জমা দেওয়া হয়েছে, তাতে দাবি করা হয়েছে, সিপিএমের নীচুতলার কর্মীদের মধ্যে অনেক কিছু ভুল শুধরে দেওয়া গিয়েছে। তবে রাজ্যের সর্বত্র সংগঠন মজবুতে এখনও ঘাটতি রয়েছে। বিশেষ করে অনেক জায়াগাতেই তাঁরা দুর্বল বলেও ওই রিপোর্টে স্বীকার করা হয়েছে।
জানা গিয়েছে, লোকসভার আলোচনা সূচি না থাকলেও, কেন্দ্রীয় কমিটির বৈঠকে তা নিয়ে আলোচনা হয়েছে। আগামী ৩ থেকে ৫ নভেম্বর সিপিএমের রাজ্য কমিটির বর্ধিত অধিবেশনে লোকসভার রণকৌশল নিয়ে আলোচনা হবে।