নির্বাচনী বন্ড নিয়ে আরও চাপে কেন্দ্রের এনডিএ সরকার। এবার এর মাধ্যমে তোলা আদায়ের অভিযোগ। আর এই অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিল বেঙ্গালুরুর আদালত। আদালতের নির্দেশকে অস্ত্র করে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ তীব্র করেছে বিরোধীরা। ইতিমধ্যেই নির্মলার ইস্তফা দাবি করা হয়েছে।
ঘটনার সূত্রপাত কোথায় ?
সূত্রপাত, জনাধিকার সংঘর্ষ সংগঠনের একটি মামলাকে কেন্দ্র করে। আর্দশ আইয়ার নামের এক ব্যক্তি যেখানে নির্মলার বিরুদ্ধে সরাসরি নির্বাচনী বন্ডের মাধ্যে তোলা আদায়ের অভিযোগ করেছিলেন। শনিবার সেই মামলার শুনানিতেই বেঙ্গালুরুর ওই আদালত কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে থানায় এফআইআর করার নির্দেশে দিয়েছে।
এই বছর লোকসভা ভোটের আগে নির্বাচনী বন্ড নিয়ে সুপ্রিম নির্দেশের সামনে মাথা নত করতে হয়েছিল কেন্দ্রীয় সরকারকে। এক নির্দেশে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, নির্বাচনী বন্ডের ব্যবস্থা হল কুইড প্রো কুয়ো। অর্থাৎ, কোনও কিছুর বিনিময়ে কাউকে সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা হিসাবে দেখানো হয়েছিল বিষয়টিকে।
বেঙ্গালুরু আদালতে দায়ের করা মামলায় আবেদনকারীর অভিযোগ ছিল, আসলে এখানে সুবিধা নেওয়ার অর্থ তোলা আদায়। নির্বাচনী বন্ডকে ঘিরে এর আগেও তোলা আদায়ের অভিযোগ উঠেছিল। ইতিমধ্যেই এই ব্যবস্থাকে অসাংবিধানিক বলেই দাবি করেছে সুপ্রিম কোর্ট।