আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই সূর্যে অভিযানের জন্য অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপন করা হবে আদিত্য L1। ইতিমধ্যে ISRO-র তরফে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবার বেলা ১১টা ৫০ মিনিটে আদিত্য L1-এর উৎক্ষেপন হবে বলে জানা গিয়েছে।
চন্দ্রযান মিশন সফল হওয়ার পরেই ইসরোর তরফে বড়সড় ঘোষণা করা হয়। চাঁদের দক্ষিণ মেরুতে যখন ঘুরে বেড়াচ্ছে রোভার প্রজ্ঞান ঠিক তখনই সৌর অভিযান সম্পর্কে জানায় ISRO। শনিবার তার সূচনা।
Read More- ISRO: সফল চন্দ্রযান অভিযান, এবার সূর্যে যাওয়ার লড়াই ইসরোর
ইসরোর তরফে জানানো হয়েছে সূর্যে পৌঁছতে প্রায় চার মাস সময় লাগবে আদিত্য L1-এর। সফলভাবে সূর্যে পৌঁছতে পারলে সেখান থেকে একাধিক তথ্য হাতে আসবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।