ভয়াবহ দুর্ঘটনার মর্মান্তিক আঘাত পেরিয়ে ৫ দিন পর ফের ছুটল করমণ্ডল এক্সপ্রেস। বুধবার দুপুর ৩টে ২৬ মিনিটে শালিমার স্টেশন থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দিল করমণ্ডল এক্সপ্রেস। আগের পথেই চলবে এই ট্রেন। দুর্ঘটনাগ্রস্ত বাহানগা বাজার স্টেশনের উপর দিয়েও যাবে করমণ্ডল এক্সপ্রেস।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওড়িশার বাহানগা বাজার স্টেশনের কাছ দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। ক্রমশ বেড়েছে নিহত এবং আহতের সংখ্যা। বুধবার পর্যন্ত মৃত্যুর সংখ্যা এসে ঠেকেছে ২৮৮-তে।
Srijit Mukherji-Dev: সৃজিতের ছবিতে সিরাজের চরিত্রে দেব? ধোঁয়াশা কাটালেন অভিনেতা নিজেই
উদ্ধারকাজ শেষের পরেই শনিবার রাত থেকে ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য কাজ শুরু করেন রেলকর্মীরা। রবিবার রাত ১০টা ৪০ মিনিটে ডাউন লাইনে প্রথমে একটি মালগাড়ি চলে। তার খানিকক্ষণ পরে রাত ১১টা ৩৯ মিনিটে চালানো হয় আরও একটি মালগাড়ি। অন্যদিকে আপ লাইনে প্রথম ট্রেনটি চালানো হয় রাত ১২টা বেজে ৫ মিনিটে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উপস্থিতিতে।