দুর্ঘটনার কবলে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। জানা গিয়েছে, শুক্রবার দুপুর নাগাদ হাওড়ার শালিমার স্টেশন থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেয় ট্রেনটি । সন্ধেবেলায় ওড়িশার বালেশ্বরের কাছে পৌঁছতেই লাইনচ্যুত হয়ে যায় করমণ্ডল এক্সপ্রেস । সূত্রের খবর, বাহাঙ্গা বাজার ও সোরো স্টেশন মাঝে যখন ট্রেনটি ছিল তখনই ঘটে দুর্ঘটনা। স্লিপার ক্লাস, প্যান্ট্রি কার সহ বেশ অনেকগুলি বগি বেলাইন হয়ে যায় বলে খবর । বহু যাত্রীর হতাহতের আশঙ্কা করা হচ্ছে । ঘটনাস্থলে পৌঁছেছেন রেল কর্মীরা ।
জানা গিয়েছে, মালগাড়ির সঙ্গে ধাক্কা লেগেই ট্রেনটির ১৮টি কামরা বেলাইন হয়ে যায় । ৬-৭টি কামরা মালগাড়ির উপর উঠে যায় । উল্টে যায় বেশ কয়েকটি কামরা । ট্রেনের নীচে আটকে রয়েছেন অনেকে । যন্ত্রণায় কাতরাচ্ছেন তাঁরা । স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেল আধিকারিক, কর্মী সহ পুলিশবাহিনী । ইতিমধ্যেই আহতদের অনেককে উদ্ধার করে হাসাপাতালে পাঠানো হয়েছে । এখনও বহু যাত্রী আটকে । তাঁদের দ্রুত উদ্ধারের চেষ্টা করছেন রেলকর্মীরা ।
ইতিমধ্যেই হাওড়া, শালিমার, খড়্গপুর, বালেশ্বর স্টেশনে হেল্প ডেস্ক খোলা হয়েছে। বালেশ্বরের হেল্পলাইন নম্বর- ৮২৪৯৫৯১৫৫৯ । হাওড়ার হেল্প লাইন নম্বর হল, ০৩৩ ২৬৩৮ ২২১৭ । খড়্গপুর- ৮৯৭২০৭৩৯২৫ আর শালিমারের নম্বর ৯৯০৩৩৭০৭৪৬ । করমণ্ডল এক্সপ্রেসে রাজ্যের অনেকেই ভেলোড়ে চিকিৎসার জন্য যাচ্ছিলেন বলে খবর । শিশু-সহ অনেক বয়স্ক ব্যক্তি ছিলেন ট্রেনে । কী কারণে দুর্ঘটনা ঘটল তা জানার চেষ্টা চলছে ।