দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পর এবার মন্ত্রী অতীশীর বাড়িতে পৌঁছল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। BJP-র বিরুদ্ধে বিধায়ক কেনার অভিযোগ তুলেছে AAP। আর সেই অভিযোগের তদন্তে মন্ত্রীর বাড়িতে পৌঁছলেন ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। যদিও সেসময় বাড়িতে ছিলেন না অতীশী।
দিল্লির মুখ্যমন্ত্রীকেও সমন
এর আগে কেজরিওয়ালের বাড়িতেও সমন পাঠানো হয়েছিল। কিন্তু একবারও সাড়া দেননি দিল্লির মুখ্যমন্ত্রী।
আপের বিধায়কদের কেনার চেষ্টা করছে বিজেপি।দিনকয়েক আগে এমনই অভিযোগ করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। সেই মন্তব্যের জেরে তদন্ত শুরু করেছে পুলিশ।