পুলিশকে (Police) তো চোর ধরতে দেখেছেন । কিন্তু পুলিশকে কখনও চুরি (Theft) করতে দেখেছেন ? অবাক হচ্ছেন ? কিন্তু, বাস্তবে যে এমনটাই ঘটেছে । কানপুরে রাস্তায় ঘুমন্ত এক ব্যক্তির পকেট থেকে মোবাইল চুরি করেছেন এক পুলিশ কনস্টেবল (Police Constable steal mobile phone) । সেই চুরির ভিডিও সিসি ক্যামেরায় ধরা পড়েছে ।
জানা গিয়েছে, ওই কনস্টেবল কানপুরের মহারাজাপুরের ছাতারমারা এলাকায় কাজ করছিল । সেখানেই রাস্তায় শুয়ে ছিল এক ব্যক্তি । অঘোরে ঘুমোচ্ছিলেন তিনি । সেই সুযোগে তাঁর পকেট থেকে মোবাইল চুরি করে নেয় ওই কনস্টেবল । তারপর সেখান থেকে দ্রুত চম্পট দেয় । কিন্তু, সিসি ক্যামেরায় সবটা ধরা পড়ে যায় । কনস্টেবলের চুরি করার ভিডিও নেটমাধ্যমে এখন ভাইরাল ।
পুলিশ কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে । তবে তাঁর বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের করা হয়নি । এই বিষয়ে পুলিশের তরফে জানানো হয়েছে, কোনও অভিযোগ পেলেই তাঁরা এফআইআর দায়ের করবেন । ওই পুলিশ কনস্টেবলের সঙ্গে একজন হোমগার্ডও ছিল বলে জানা গিয়েছে । তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে খবর ।