এবারও ত্রিশঙ্কু মেঘালয়। বিধানসভা ভোটে ২৬টি আসন পেলেও সরকার গড়ার জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার ছুঁয়ে উঠতে পারেনি কনরাড সাংমার এনপিপি। তাই ফের একবার পুরনো জোটসঙ্গীর সমর্থন চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে দরবার করেছেন মেঘালয়ের বিদায়ী মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। বৃহস্পতিবার রাতের ফোনেই বিজেপির তরফে কনরাড সাংমাকে আশ্বাস দেওয়া হয়েছে বলেই খবর। ফলে আবার উত্তর-পূর্বের এই রাজ্যে বিজেপি-এনপিপি জোট গড়ে উঠতে পারে বলে ধারণা রাজনৈতিক পর্যবেক্ষকদের।
সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে ২৬টি আসন পেলেও এনপিপির সরকার গড়তে প্রয়োজন আরও ৫টি আসন। অন্যদিকে, বিজেপির দুই বিধায়কের সমর্থনের পাশাপাশি নির্দল বিধায়কদের হাত ধরেই এবার সরকার গড়ার দিকে এগোতে চাইছে কনরাড সাংমার দল।
উল্লেখ্য, ২০১৮ সালে জোট সরকার গড়েছিল বিজেপি-এনপিপি। তবে মাঝপথেই দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে দুই দলের মতবিরোধ তীব্র আকার নেয়। যার ফলস্বরূপ ২০২৩ বিধানসভায় আলাদাভাবে লড়ে এই দুই দল।