শুরু হয়ে গিয়েছে চার রাজ্যের ভোটগণনা । এদিন সকাল থেকেই দিল্লিতে কংগ্রেসের সদর দফতরের বাইরে কর্মী-সমর্থকদের ভিড় । সেই ভিড়ের মধ্যে এবার দেখা মিলল হুনুমানের । শুধু তাই নয়, 'জয় শ্রীরাম'=ও বলতে শোনা গেল ওই হনুমানকে । ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিও । ব্যাপারখানা কী ?
আসলে, দিল্লিতে কংগ্রেসের সদর দফতরের বাইরে সত্যিকারের কোনও হনুমান নয়, দেখা গেল হনুমানরূপী মানুষকে । এখানেই শেষ নয়, আসল খবর হল, হনুমানের বেশে ছিলেন কংগ্রেসরই এক সমর্থক । আবার তাঁর মুখেই শোনা গেল 'জয় শ্রীরাম' ধ্বনি । সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, 'সত্যের জয় হবে । জয় শ্রী রাম ।'
এখনও পর্যন্ত যা ট্রেন্ড, লোকসভার সেমিফাইনালে প্রাথমিক ফলে বিজেপি দুই, কংগ্রেস দুই । ফলে যা ইঙ্গিত তাতে পাঁচ বছর পর রাজস্থানে ক্ষমতায় ফিরছে বিজেপি। মধ্যপ্রদেশ তারা ধরে রাখবে বলে মনে করা হচ্ছে । উল্টোদিকে, অন্ধ্রপ্রদেশ ভাগের পর এই প্রথম সরকার গড়তে পারে কংগ্রেস। এমনকী, ভূপেশ বাঘেলের কাঁধে ছত্তীশগড় ধরে রাখতেও মরিয়া শতাব্দী প্রাচীন এই দল।