সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন কংগ্রেস নেতা পবন খেরা। শীর্ষ আদালত দ্বারকা আদালতকে অন্তর্বর্তীকালীন জামিনের নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে বৃহস্পতিবারই দিল্লি বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ২৮ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি। ততদিন অন্তর্বর্তীকালীন জামিনের নির্দেশ শীর্ষ আদালতের।
জানা গিয়েছে, রাইপুর যাচ্ছিল কংগ্রেসের প্রতিনিধি দল। বিমান থেকে নামিয়ে কংগ্রেস নেতাকে গ্রেফতার করে অসম পুলিশ। এরপরই সুপ্রিম কোর্টে আবেদন করেন কংগ্রেস নেতা। তাঁর বিরুদ্ধে অসম, উত্তরপ্রদেশ, লখনউ, বারণসিতে একাধিক এফআইআর দায়ের করা হয়েছে। সেই সব এফআইআর প্রত্যাহারের জন্য রিট পিটিশন দাখিল করেন তিনি। জরুরি ভিত্তিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে আবেদন করেন বিশিষ্ট আইনজীবী এ এম সিংভি।