কোভিড সংক্রমণ (Covid 19) নিয়ে হাসপাতালে ভর্তি হলেন সোনিয়া গান্ধী। তবে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে কংগ্রেস সূত্রে খবর।
রবিবার জাতীয় কংগ্রেসের (Congress) তরফে দলের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা(Randeep Singh Surjewala) টুইট করে এই খবর জানান। টুইটে তিনি লেখেন, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে(Sonia Gandhi suffers from Covid) দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোভিড সংক্রান্ত সমস্যার কারণেই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। আপাতত তিনি স্থিতিশীল, শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য তাঁকে হাসপাতালেই রাখা হবে কিছুদিন। কংগ্রেসের সমস্ত সমর্থক ও শুভাকাঙ্ক্ষী যাঁরা সোনিয়া গান্ধীর আরোগ্য কামনা করেছেন, তাঁদের ধন্যবাদ জানাই।
উল্লেখ্য, কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর আরোগ্য কামনা করে টুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। মমতা লিখেছেন, ‘এই মাত্র কংগ্রেস নেত্রী সনিয়া গাঁধীর হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেলাম। প্রার্থনা করব যাতে উনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং জনতার মাঝখানে ফিরতে পারেন।’ গতকালই রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের একজোট করতে মমতা একাধিক বিরোধী নেতানেত্রীকে চিঠি দিয়েছেন, তাঁদের মধ্যে সোনিয়া গান্ধীও রয়েছেন।
আরও পড়ুন- Nupur Sharma : আপত্তিকর মন্তব্যের জের, নূপুর শর্মাকে ২৫ জুন হাজিরার নির্দেশ মুম্বই পুলিশের
গত ২ জুন সোনিয়া গান্ধীর কোভিড পরীক্ষার(Covid test) রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকে বাড়িতেই আইসোলেশনে ছিলেন তিনি। তাঁকে আর্থিক তছরূপের মামলায় ইডি হাজিরা দিতে ডেকেছিল, অসুস্থতার জন্য হাজিরায় দিতে পারেননি কংগ্রেস সভানেত্রী(Congress Leader)।