বেঙ্গালুরুতে তৈরি হয়েছে বিরোধী জোট INDIA । কিন্তু তার নেতৃত্বে দেবেন কে ? বিরোধী ঐক্যের (Opposition Alliance) মুখ কে হবেন ? মঙ্গলবার সংবাদমাধ্যমের এমনই কিছু প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে-কে (Mallikarjun Kharge)। সেসব প্রশ্নে জবাবও দিলেন কংগ্রেস নেতা । জানিয়ে দিলেন, বিরোধী ঐক্যের নেতৃত্ব নিয়ে তাঁদের পরিকল্পনার কথা ।
খাড়্গে জানান, জোটের অন্দরে ১১ জন সদস্যকে নিয়ে একটি কো-অর্ডিনেশন কমিটি তৈরি করা হচ্ছে। জোটকে কে নেতৃত্ব দেবেন, সেটি মুম্বইয়ের বৈঠকে স্থির করা হবে । অর্থাৎ বিরোধী জোটের মুখ কে হচ্ছেন, তা মুম্বইয়ের বৈঠকের পরই জানা যাবে ।
আরও পড়ুন, NDA Vs INDIA : জয় হো ! ইন্ডিয়া বনাম এনডিএ-র লড়াই নিয়ে ভাসল সোশাল মিডিয়া
এখন প্রশ্ন হচ্ছে, বিরোধী ঐক্যকে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা কার সবথেকে বেশি ? আরজেডি ও ডিএমকে চাইছে, সনিয়া গান্ধী যেন বিরোধী জোটকে পরবর্তীতে নেতৃত্ব দেন । পাল্লা ভারী রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেও । তবে, এই দু'জন ছাড়াও ২৬টি অবিজেপি দলে একাধিক রথি, মহারথীরা রয়েছেন । শরদ পাওয়ার, অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ।
বিরোধী ঐক্যের নেতৃত্ব দেওয়ার দৌড়ে বর্ষীয়ান, অভিজ্ঞতাসম্পন্ন রাজনীতিকদের মতোই রয়েছে নতুন প্রজন্মের নেতারা । সেক্ষেত্রে, শেষপর্যন্ত পোড় খাওয়া রাজনীতিবিদকেই জোট এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয় নাকি, নতুন প্রজন্ম থেকেই নেতা বেছে নেওয়া হয়, তা জানা যাবে মুম্বইয়ের বৈঠকে ।