১৩৬ দিন পর ফের সংসদে ফিরলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। সোমবার তাঁর সাংসদ পদ ফিরে পাওয়ার পর উৎসবে মেতে ওঠে কংগ্রেস (Congress)। রাহুলের ফিরে আসায় খুশি ইন্ডিয়া জোট (INDIA)। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) দফতরেই শুরু হয়ে যায় রাহুলের সংসদে ফেরার উৎসব।
এই বছরের ২৪ মার্চ রাহুল গান্ধির সাংসদ পদ করেছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla)। সোমবার সংসদ শুরুর আগে, তাঁর নির্দেশেই ফের ওয়াইনাডের প্রতিনিধি হলেন রাহুল। তার জেরে হাসি মুখে লোকসভায় ঢুকতে দেখা গেল মা সনিয়া গান্ধীকে (Sonia Gandhi)। তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মুখে মিষ্টি দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
আরও পড়ুন : সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধী, নির্দেশ লোকসভার স্পিকারের
গত শুক্রবারই মোদী মামলায় সুরাত আদালতের রায়ে স্থগিতাদেশ জারি করেছিল সুপ্রিম কোর্ট। রাহুলের এই স্বস্তির দিনে পাশে দাঁড়িয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। টুইট করে বিচার ব্যবস্থার প্রতি আস্থা জানিয়েছিলেন তিনি। দাবি করেছিলেন রাহুলের মুক্তিতে ইন্ডিয়ার শক্তি বৃদ্ধি পেল।
সুপ্রিম স্থাগিতাদেশের ৪৮ ঘণ্টার মধ্যেই সোমবার সকালেই রাহুলের সাংসদ পদ ফিরিয়ে দেওয়ার ব্যাপারে নির্দেশ দেন লোকসভার স্পিকার ওম বিড়লা। রাজনৈতিক মহলের দাবি, মঙ্গলবার মণিপুর নিয়ে সংসদে অনাস্থা আলোচনায় শক্তি বাড়ল বিরোধী জোটের। কারণ, এই আলোচনায় অংশ নিতে পারবেন ওয়াইনাডের সাংসদ রাহুল গান্ধী।