আনিস খান (Anish Khan) এবং ঝালদার (West Bengal) কংগ্রেস কাউন্সিলরের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কার্যত উত্তাল হল সংসদ। দীর্ঘদিন পরে কার্যত বচসায় জড়ালেন কংগ্রেস (Congress) ও তৃণমূল (TMC) সাংসদরা।
সংসদে মঙ্গলবার প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ ও লোকসভার কংগ্রেস (Congress) অধীররঞ্জন চৌধুরী বলেন, পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলার ক্রমশ অবনতি হচ্ছে। কংগ্রেসের কাউন্সিলরের হত্যার ঘটনায় আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত দাবি করেন অধীর।
নিজের বক্তব্যের সমর্থনে টেনে আনেন হাওড়ার আমতার ছাত্রনেতা আনিস খানের অস্বাভাবিক মৃত্যুর প্রসঙ্গ। আনিসের মৃত্যুতে রাজ্য পুলিশের কয়েকজন কর্মীর যোগ থাকার কথা জানিয়েছিলেন আমতা থানার দুই পুলিশকর্মী। লোকসভায় অধীরের সেই বক্তব্যে টেবল চাপড়ে সমর্থন জানাতে দেখা যায় কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীকে(Sonia Ghandi)। এই প্রথম সংসদে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে এ ভাবে সরব হতে দেখা গেল কংগ্রেসকে।
লোকসভায় অধীর যখন এই অভিযোগ করছেন, তখন তাঁকে নিশানা করে পাল্টা স্লোগান দেন তৃণমূলের সাংসদরাও। তাঁকে 'খুনি' বলে কটাক্ষ করা হয়।