গণনা চলছে কর্নাটকে। আর দিল্লিতে উৎসব শুরু কংগ্রেসের। বেশ কয়েকটি জাতীয় সংবাদ মাধ্যমের খবর ইতিমধ্যে দক্ষিণের এই রাজ্যে ১০০ পেরিয়ে গিয়েছে কংগ্রেস। রাজনৈতিক মহলের খবর, গ্রামীণ কর্নাটকে ইভিএম খুলতেই বিজেপিকে পিছনে ফেলে দিয়েছে শতাব্দী প্রাচীন এই দল। বিশেষ করে মহারাষ্ট্র এবং তেলঙ্গনা ঘেষা অঞ্চলে এখনও পর্যন্ত ভাল ফল কংগ্রেসের। প্রাথমিক ফলে জানা যাচ্ছে, পাঁচ বছরের আগের তুলনায় তিরিশটির বেশি আসন বেশি পেয়েছে কংগ্রেস।
গত ১০ মে রাজ্যে ভোটের পর কর্নাটকে ত্রিশঙ্কু বিধানসভার ইঙ্গিত মিলেছিল একাধিক বুথ ফেরত সমীক্ষায়। যে ফল স্বস্তি দিয়েছিল বিজেপিকেও। দেখার ছিল ৩৮ বছর পর রাজ্যে পরপর দুবার বিজেপি সরকার তৈরি করতে পারে কীনা। প্রাথমিক ফল থেকে সেই আশায় জল ঢেলে দিয়েছে কংগ্রেস। মূলত গ্রামীণ কর্নাটকে তাদের ফল এখনও পর্যন্ত বেশ ভাল বলেই দাবি রাজনৈতিক মহলের।
পাঁচ বছর আগে রাজ্যে জেডিএস নিয়ে সঙ্গী করেই সরকার তৈরি করেছিল কংগ্রেস। কিন্তু এখনও পর্যন্ত যা চলছে, তাতে স্পষ্ট বেঙ্গালুরুর মসনদে একাই বসছে কংগ্রেস। তারই উৎসব শুরু হয়ে গেল।