নতুন সংসদ ভবনের উদ্বোধনের দিন সকালে দিল্লির রাজপথে যে ভাবে কুস্তিগীরদের আন্দোলনকে রোখা হল তার তীব্র প্রতিবাদ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে মমতার অভিযোগ, দিল্লি পুলিশের হাতে দেশের সম্মান নষ্ঠ হল। যে ভাবে দেশের চ্যাম্পিয়নদের সঙ্গে ব্যবহার করা হল, তা গণতন্ত্রের পরিপন্থী। এই ঘটনাকে বিজেপির আরও এক অপশাসন বলেই অভিযোগ মমতা। অবিলম্বে কুস্তিগীরদের মুক্তির দাবিও জানিয়েছেন তিনি।
শুধু মমতা নন, এই ঘটনার তীব্র প্রতিবাদ করছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও। তাঁর অভিযোগ, যে ভাবে কুস্তিগীরদের আন্দোলনকে শেষ করা হল, তা ফের একবার বিজেপি সরকারের ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। নিরাপত্তার অজুহাতে এদিন যন্তর-মন্তর থেকে আন্দোলনকারী কুস্তিগীরদের দিল্লি পুলিশ সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তখনই ঝামেলার সূত্রপাত হয়।