অবশেষে একটু স্বস্তি! বুধবার বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য (Commercial cylinder price reduced) কিছুটা কমল। সঙ্গে কমল বিমানের জ্বালানির মূল্যও। একলাফে ১৩৫ টাকা কমল কমার্শিয়াল সিলিন্ডারের দাম। পেট্রোলিয়াম কোম্পানি ইন্ডিয়ান অয়েল ১৯ কেজি ওজনের বাণিজ্যিক সিলিন্ডারের দামে এই ছাড়ের ঘোষণা করেছে। এর আগে টানা দশবার বিমানের জ্বালানির মূল্য বৃদ্ধি পাওয়ায় নাভিশ্বাস উঠেছিল ক্রেতাদের। এবার এই মূল্য প্রায় ১.৩ শতাংশ হ্রাস পেল।
তবে, বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমলেও (Commercial cylinder) জ্বালানি সংস্থার ঘোষণায় ঘরোয়া এলপিজি সিলিন্ডার গ্রাহকরা কোনও স্বস্তি পাননি। ১৪.২ কেজির ঘরোয়া সিলিন্ডার সস্তাও হয়নি আবার এর দামও বাড়েনি আজ। এটি এখনও ১৯ মে-এর ঘোষিত হারেই বাজারে পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন: কেকে-এর মৃত্যুতে সমবেদনা রূপঙ্করের, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে, দাবি গায়কের
এর আগে মে মাসে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের (LPG cylinder) গ্রাহকরা দুবার ধাক্কা খেয়েছিলেন। ৭ মে প্রথমবারের মতো গার্হস্থ্য সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছিল এবং ১৯ মে ঘরোয়া এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ফের একবার বাড়ানো হয়েছিল।
প্রসঙ্গত, কমার্শিয়াল সিলিন্ডারের (Commercial cylinder price reduced) ১৯ কেজির দাম দিল্লিতে ২,৩৫৪ টাকা থেকে কমে হল ২,২১৯ টাকা। কলকাতায় ২,৪৫৪ টাকা থেকে কমে হল ২,৩২২ টাকা। মুম্বইতে ২,৩০৬ টাকা থেকে কমে হল ২,১৭১ টাকা ৫০ পয়সা এবং চেন্নাইতে ২,৫০৭ টাকা থেকে কমে হল ২,৩৭৩ টাকা।