জি ২০-র শীর্ষ সম্মেলনের প্রথম দিন কাটল ঘটনাবহুল। নানা আলোচনা, বৈৈঠকে ভরা দিন শেষ হল রাষ্ট্রপতি আয়োজিত নৈশভোজ দিয়ে। সেখানেই তৈরি হল নানা রঙিন মুহূর্ত।
''নান ভাষা নানা মত, নানা পরিধান
বিবিধের মাঝে দেখো মিলন মহান''
অক্ষরে অক্ষরে যেন সত্যি হল তা। সারা পৃথিবীর এত এত দেশের সংস্কৃতিগত, ভাষাগত দূরত্ব যেন মুছে গেল জি ২০-র মঞ্চে। কেউ পরম তৃপ্তিতে চেখে দেখলেন ভারতীয় খাবার। কেউ ব্যস্ত সেলফি তুলতে। কেউ আবার অনভ্যস্ত হাতেই সামলাচ্ছেন ভারতীয় শাড়ি। কুটনীতির কচকচি সরিয়ে কেউ আবার মশগুল আড্ডায়।
G 20 2023: সম্মেলনের দ্বিতীয় দিনে রাজঘাটে রাষ্ট্রনেতারা, জাতির জনকের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন
দিনভর জি ২০-র মঞ্চে চলেছে ভারতীয় সংস্কৃতির নানা প্রদর্শনী, নাচ গান। সেস সবেরও স্বাদ নিয়েছেন বহু বিদেশি অতিথি। ভারতীয় লোক সঙ্গীতের তালে তালে নেচেও উঠেছেন কেউ কেউ।