চাকরি তো দূরের কথা । এখনও কলেজের গণ্ডি পার করেননি । অথচ সেই যুবককেই ৪৬ কোটির টাকার করফাঁকি দেওয়ার জন্য নোটিস পাঠাল আয়কর দফতর । যা দেখে চক্ষু চড়কগাছ ২৫ বছর বয়সী ওই যুবকের । ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের গোয়ালিয়রে। কিন্তু কীভাবে তাঁর অ্যাকাউন্ট থেকে এত টাকার লেনদেন হল, তা ভেবেই পাচ্ছেন না । পরে জানা গেল, প্যান কার্ড জালিয়াতির শিকার হয়েছেন ।
ওই যুবকের নাম প্রমোদ কুমার দান্দোটিয়া । তিনি জানিয়েছেন, গোয়ালিয়রের একটি কলেজে তিনি পড়াশোনা করছেন । প্রমোদের অভিযোগ, চলতি সপ্তাহেই তাঁর বাড়িতে আয়কর বিভাগ ও জিএসটির নোটিস আসে। ৪৬ কোটি টাকার আয়কর ফাঁকির অভিযোগ তাঁর বিরুদ্ধে । নোটিস দেখে মাথায় হাত পড়ে যায় । পরে তিনি জানতে পারেন, তাঁর প্যান কার্ড দিয়ে একটি কোম্পানি রেজিস্টার করা হয়েছে । যা ২০২১ সাল থেকে মুম্বই ও দিল্লিতে ব্যবসা চালাচ্ছে ।
প্রমোদ কুমার দান্দোটিয়া বলেন, 'গোয়ালিয়রের একটি কলেজের ছাত্র আমি । ইনকাম ট্যাক্স ও জিএসটির নোটিস পাওয়ার পর জানতে পারি আমার প্যান কার্ড দিয়ে একটি কোম্পানি রেজিস্টার করা হয়েছে, যা মুম্বই, দিল্লিতে ব্যবসা চালায়। আমি জানি না কীভাবে আমার প্যান কার্ডের অপব্যবহার করা হল ।'
প্রমোদের অভিযোগ, আয়কর বিভাগ থেকে নোটিস পাওয়ার পরই তিনি সেখানে যোগাযোগ করার চেষ্টা করেন । কিন্তু, কোনও পদক্ষেপ করা হয়নি । পরে পুলিশের অতিরিক্ত সুপারিন্ডেন্টের দফতরে গিয়ে অভিযোগ জানান।